Sunday, 6 October 2019

  "সংবেদন"-এর নিবেদন   "অনন্য মহালয়া"  
     ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা   
স্থান : ও বিশেষ সহযোগিতা: দর্জ্জিপাড়া সার্বজনীন পূজা মন্ডপ

 
রূপান্তরকামী মানুষদের অবমাননা ও ভিন্ন ভাবে সক্ষম মানুষ দের অবজ্ঞার অবসান ঘটিয়ে  "সংবেদন"-এর নিবেদন-   "অনন্য মহালয়া"  - মা দুর্গা ভূমিকায় ভারতবর্ষের স্বনামধন্য রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ । মহিষাসুর ও অন্যান্য ভূমিকায় সংবেদন এর ভিন্ন ভাবে সক্ষম ছাত্র ছাত্রী।
  "সহানুভূতি নয় সমানুভূতি  " 
 
কেউ শুনেছেন কখনো ,,,,  ভিন্ন ভাবে সক্ষম ছাত্র ছাত্রী রা দুর্গা পূজার গোটা একটা মন্ডপ নিজেরাই বানিয়ে ফেলছেন ব্যতিক্রমী ভাবনা নিয়ে  "সহানুভূতি নয় সমানুভূতি" ।   হাওড়া কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব ইয়ুথ ক্লাব এর পুজোর মন্ডপ এবার সেজে উঠবে সংবেদন এর মানসিক প্রতিবন্ধকতা যুক্ত ছাত্র ছাত্রী দের হাতে তৈরি কাগজ কাঠ কাপড় এর তৈরি পুতুল মডেল দিয়ে ।
শ্যামবাজারে সংবেদন এর কর্মশালায় আপনাকে আমন্ত্রণ জানাই।