Tuesday 26 November 2019


 ভালোবাসায় প্রেমিক প্রেমিকাকে ফিরে পেতে ধর্না যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রেমিকার বাড়ির বাইরে ধরনা দিয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জলপাইগুড়ির অনন্ত বর্মণ। ছেড়ে যাওয়া প্রেমিকাকে ফেরৎ পেতে প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনেই ধর্নায় বসেছিলেন তিনি। প্রেম ফেরানোর সেই যুদ্ধে অবশ্য প্রেমিকেরই জয় হয়েছিল। সেই প্রেমিকাকেই বিয়ে করেছিলেন অনন্ত। এবার একই পন্থা অবলম্বন করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের যুবক রকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর থেকে শহরের কাটানধারের বাসিন্দা ‘প্রেমিকা’ তনুশ্রী ঘোষের বাড়ির সামনে ধর্ণায় বসলেন কুরবান তলার রকি রজকের। হতভাগা প্রেমিকের দাবী, তাদের দু’জনের মধ্যে দীর্ঘ ন’বছরের সম্পর্ক। গত অক্টোবর মাস থেকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এখন প্রেমিকা তনুশ্রী ঘোষে তাকে বিয়ে করতে রাজী না হওয়ায় সে ধর্ণায় বসতে বাধ্য হয়েছে।

 ‘প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক ধর্ণায় বসেছে’ খবর মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর প্রচুর মানুষ ভীড় করেন। মুহূর্তের মধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। যদিও ‘প্রেমিকা’ তনুশ্রী ঘোষের মা মালতী ঘোষ রকির দাবী সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবী, তার মেয়ের সঙ্গে ঐ যুবকের কোন সম্পর্ক ছিলনা। শুধুমাত্র বদনাম করার জন্যই সে এইসব কাণ্ড করছে।

Sunday 24 November 2019

গত ১৪ ই নভেম্বর দিল্লির জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বাংলার যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মুর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে উত্তাল হয়ে বাঙালি সমাজ। এদিন শেক্সপিয়ার শরনীতে এক প্রতিবাদ সভার আয়োজন করে সঙ্ঘের রাজ্য শাখা,উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত এবং ডঃ জীষ্নু বসু মহাশয়, ডিজিটাল গুরু অয়নজিত সেন ও তীব্র আক্রমণ শানান। তিনি এই বর্বতার প্রসঙ্গে বলেন যাঁর আদর্শে আদর্শিত হয়ে ভারতের যুব সমাজ দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদর্শিত। তাঁর মূর্তি তে আক্রমণ কে তিনি ধিক্কার এবং আক্রমণ কারীদের অবলা ও মূর্খ, এদেরকে ক্ষমা করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলে তুলতে হবে।


যাদবপুর শ্যামাপ্রসাদ’ স্মারক সমিতিরসাধারণসম্পাদকদিবাকর পালেরউদ্যোগে পশ্চিমবঙ্গে নাগরিকত্বসংশোধনী বিলের প্রভাব ও উপযোগীতার উপর একটি সেমিনার


যাদবপুর শ্যামাপ্রসাদ স্মারক সমিতিরসাধারণসম্পাদকদিবাকর পালেরউদ্যোগে পশ্চিমবঙ্গে নাগরিকত্বসংশোধনী বিলের প্রভাব ও উপযোগীতার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছেগতকাল23 নভেম্বর, 2019. সলিল চৌধুরী মঞ্চে, বক্তাহিসেবেউপস্থিতছিলেনডঃ স্বপন দাশগুপ্ত,রাজ্যসভারসাংসদও ভারতের শ্রেষ্ঠ কলামিস্ট  শ্রী পঙ্কজ কুমারায়,প্রিন্সিপালঅফযোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এবংশিলংএর আইআইএমচেয়ারম্যানশ্রী শিশির বাজোরিয়া



Friday 22 November 2019

EMCONS BUSINESS ACADEMY


Emcons Business Academy (EBA) is  9 years old premium institute imparting industry ready Technical and Skill Development Training Programmes to students pursuing their various technical and other courses like Diploma in Engineering, B.Tech, BCA, MCA , MCA, BBA,MBA, Pharmacy,Nursing, Agriculture,Paramedical etc from their Universities. For more information about EBA, log on to www.eba.org.in and www.ebastudentforum.com
   EBA has huge number of meritorious students who are from financiallly weak background and are basically from the rural areas of Bengal. They are all supported by EBA with Part Time and Full Time Jobs so that they can meet their financial crisis and be able to pay their monthly tuition fees. EBA provide a dedicated and industry focused skill related training as well as the tutorials for their University courses.
     EBA academic curriculum includes daily Spoken English training, Hindi Speaking, ERP Training, Weekly Personality Grooming, field visits , industrial exposure by way of 3 to 4 internships, visits to Technology Parks and Fairs etc. A rugged study environment is provided with regular home tasks, 75% mandatory class achievement, monthly mock tests, compulsory dress code, strict discipline and a CCTV Surveillance in all class rooms.
   EBA is well-connected with over 400 Corporates for their placements and manpower needs. EBA has 100% placements record consistently for years. EBA has also launched 60 hours basic skill development programme, most suitable for candidates from financiallly weak sections. After this short term training programme, they get good full time jobs
        Emcons Business Academy is currently having 4500 sq ft of training floor area with 14 industry trained faculties and adequate workshop laboratory items to train students in the sector skills of Fitter, Electrician, Plumber, Carpenter, CCTV installation, Automobile, AC, Household Appliances, Basic Nursing etc.                               

Tuesday 12 November 2019

FPAI Seminar and Socio-Cultural Awards



Family Planning Association of India had held an interactive seminar on the importance of Safe Abortion methods on 11th Nov eve. Supratip Mazumder, Kolkata Branch Head of FPAI, moderated the discussion wherein such erudite speakers as Tarun Sen, (CPDHR Gen. Secy), Bangladeshi filmmaker Jibon Sahadat and Asish Basak, Editor-Director, 'Hello Kolkata' put forth their views on Family Planning.

       Internationally acclaimed music maestros Sarod Baba and Gayaki Mata were also felicitated during the program for their initiative 'Music for Peace'.     




Ayanjit Sen - The new Bengali 'Digital Guru' of India

Ayanjit Sen has come out as a Bollywood Producer lately after establishing a company - 'La Pelicula Motion Pictures' which has already made two films - 'Daayra' and 'Blue Lies'.

   He has already been acknowledged in the digital field in India and abroad winning several awards. He has plans to contribute in a big way for a 'Digital Bengal' which can create more jobs for the youths.

         When asked, Ayanjit Sen said, "My priority is to work for the people. All strategies attain glory when these are meant for the common people."

After Nobel laureate Abhijit Bandopadhyay and cricket legend Saurav Ganguly becoming the President of the Board of Control for Cricket in India, another Bengali, Ayanjit Sen, has been quietly revolutionizing the digital map of the country.  After spending years and years in the digital world content through his stints with the BBC, CNN International,  India Today, The Statesman, Times Now and ABP Digital, he has carved for himself as a world known digital strategist for business, politics and several other fields.