গত ১৪ ই নভেম্বর দিল্লির জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বাংলার যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মুর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে উত্তাল হয়ে বাঙালি সমাজ। এদিন শেক্সপিয়ার শরনীতে এক প্রতিবাদ সভার আয়োজন করে সঙ্ঘের রাজ্য শাখা,উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত এবং ডঃ জীষ্নু বসু মহাশয়, ডিজিটাল গুরু অয়নজিত সেন ও তীব্র আক্রমণ শানান। তিনি এই বর্বতার প্রসঙ্গে বলেন যাঁর আদর্শে আদর্শিত হয়ে ভারতের যুব সমাজ দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদর্শিত। তাঁর মূর্তি তে আক্রমণ কে তিনি ধিক্কার এবং আক্রমণ কারীদের অবলা ও মূর্খ, এদেরকে ক্ষমা করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলে তুলতে হবে।
No comments:
Post a Comment