দূর্গোপুজা নিয়ে বাঙালির অনুভূতিতে আঘাত বরদাস্ত নয়,জানালেন বিজেপি সম্পাদক অমিতাভ রায়
পুজো কমিটি গুলিকে আয়কর দপ্তরের নোটিশ নিয়ে তৃনমূলের কুৎসা ও বিজেপিকে কালিমালিপ্তর বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সম্পাদক অমিতাভ রায়। তিনি জানান, ২০১৯ লোকসভা নির্বাচনে তৃনমূলের ভরাডুবি এবং হিন্দু ভোট কে ফিরিয়ে আনতে এই মিথ্যার বাতাবরণ তৈরি করেছে। আসল ব্যাপার টা অমিতাভ বাবু জানান যে, ২০১৮ সালের কিছু ঠিকাদারি সংস্থা সময় মতো আয়কর জমা না দেওয়াতে, পুজো কমিটি গুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে।
এছাড়াও কলকাতার বিভিন্ন বড়ো বড়ো পুজো কমিটিতে সারদা,নারদায় এবং চিৎফান্ড কেলেঙ্কারিতে যুক্ত আছেন তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা।পুজোতে অনুদানের ক্ষেত্রেও ছিল তাদের জোরজুলুম, কাউকে অন্যদিকে সুবিধা দেওয়ার নামে মোটা অংকের অনুদান ও পেত। এই সময়ে সারা বাংলা জুড়ে বিদ্যুৎ এর প্রবল ঘাটতি দেখা যায়, কিন্তু বিদ্যুৎ এর বিলের ক্ষেত্রেও প্রভাব ঘাটিয়ে সম্পুর্ন বিল পরিশোধ করতো না। যার মাশুল ঘুনতে হতো সাধারণ মানুষ কে, ইউনিট প্রতি বার্ধিত দাম চুকিয়ে। যে পুজো কমিটি গুলি যতো বেশি দর্শনার্থী টানতে পারতো,সেই পুজো কমিটি গুলি বিজ্ঞাপন বাবদ ততো বেশি টাকা আয় করতো। মোদ্দা কথা তৃনমুলের কাছে দুর্গো পুজো টাকা আয়ের আরেকটি উৎস,বললেন অমিতাভ বাবু। তিনি আরও জানান এ বছর অনেক বড় পুজো কমিটি গুলিকে আয়কর দপ্তরের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে,যাতে করে স্বচ্চতার সংগে পুজো অনুষ্ঠিত করে। দুর্গা পুজার নামে বাঙালির মনে আঘাত দেওয়া এবং যে নোংরা রাজনীতির চেষ্টা শাসক দল চালাচ্ছে, তার বিরুদ্ধে তীব্র আন্দোলন করতেও পিছপা হবে না বিজেপির তরফ থেকে,হুঁশিয়ারী দিয়ে রাখলেন বিজেপির অন্যতম সম্পাদক অমিতাভ রায়।
পুজো কমিটি গুলিকে আয়কর দপ্তরের নোটিশ নিয়ে তৃনমূলের কুৎসা ও বিজেপিকে কালিমালিপ্তর বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সম্পাদক অমিতাভ রায়। তিনি জানান, ২০১৯ লোকসভা নির্বাচনে তৃনমূলের ভরাডুবি এবং হিন্দু ভোট কে ফিরিয়ে আনতে এই মিথ্যার বাতাবরণ তৈরি করেছে। আসল ব্যাপার টা অমিতাভ বাবু জানান যে, ২০১৮ সালের কিছু ঠিকাদারি সংস্থা সময় মতো আয়কর জমা না দেওয়াতে, পুজো কমিটি গুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে।
এছাড়াও কলকাতার বিভিন্ন বড়ো বড়ো পুজো কমিটিতে সারদা,নারদায় এবং চিৎফান্ড কেলেঙ্কারিতে যুক্ত আছেন তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা।পুজোতে অনুদানের ক্ষেত্রেও ছিল তাদের জোরজুলুম, কাউকে অন্যদিকে সুবিধা দেওয়ার নামে মোটা অংকের অনুদান ও পেত। এই সময়ে সারা বাংলা জুড়ে বিদ্যুৎ এর প্রবল ঘাটতি দেখা যায়, কিন্তু বিদ্যুৎ এর বিলের ক্ষেত্রেও প্রভাব ঘাটিয়ে সম্পুর্ন বিল পরিশোধ করতো না। যার মাশুল ঘুনতে হতো সাধারণ মানুষ কে, ইউনিট প্রতি বার্ধিত দাম চুকিয়ে। যে পুজো কমিটি গুলি যতো বেশি দর্শনার্থী টানতে পারতো,সেই পুজো কমিটি গুলি বিজ্ঞাপন বাবদ ততো বেশি টাকা আয় করতো। মোদ্দা কথা তৃনমুলের কাছে দুর্গো পুজো টাকা আয়ের আরেকটি উৎস,বললেন অমিতাভ বাবু। তিনি আরও জানান এ বছর অনেক বড় পুজো কমিটি গুলিকে আয়কর দপ্তরের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে,যাতে করে স্বচ্চতার সংগে পুজো অনুষ্ঠিত করে। দুর্গা পুজার নামে বাঙালির মনে আঘাত দেওয়া এবং যে নোংরা রাজনীতির চেষ্টা শাসক দল চালাচ্ছে, তার বিরুদ্ধে তীব্র আন্দোলন করতেও পিছপা হবে না বিজেপির তরফ থেকে,হুঁশিয়ারী দিয়ে রাখলেন বিজেপির অন্যতম সম্পাদক অমিতাভ রায়।
No comments:
Post a Comment