Wednesday 3 July 2019

প্রেস ক্লাবে ' রংহীন রামধনু '।

মিষ্টিমধুর প্রেম আর প্রাক-প্রেম সংঘাতকে চিত্রনাট্যের( হরিদাস দাস) বাধনে বেধে পরিচালক উমাশঙ্কর পতিত তৈরি করলেন পূর্নদৈর্ঘ্যের সিনেমা ' রংহীন রামধনু '। আজ কলকাতা প্রেস ক্লাবে সংগীত পরিচালক বব চক্রবর্তী ও কলাকুশলীদের বক্তব্যে জানা গেল কাহিনীর সার সংক্ষেপ।

ধনী ব্যবসায়ী সূর্যকান্তের ছেলে রোহানের সাথে প্রভাবশালী মন্ত্রী জাফর শেঠের মেয়ে সুমির প্রেমকে কেন্দ্র করে ছবির শুরু থেকেই রয়েছে টানটান উত্তেজনা। ওরা সমাজের এক্তিয়ারের বাইরে চলে যাবার চেষ্টা করলেও ধরা পড়ে যায় রোহান এবং ওকে খুন করা হয়। এ ঘটনা সুমি দেখে মানসিক রোগী হয়ে যায় ও তার স্থান হয় মানসিক হাসপাতালে। এভাবেই ঘাত-প্রতিঘাতে এগিয়ে যায় ' রংহীন রামধনু '। ক্রিয়েশন ইমেজ নিবেদিত এই সিনেমা টির শুভমুক্তি ১৯ জুলাই।

অভিনয়ে: নীলু ভৌমিক, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কল, সাগ্নিক চ্যাটার্জী, বৃষ্টি আলম। প্রযোজনা- অভিজিৎ রায়, চিত্রগ্রহন-মিন্টু কুমার সিংহ, সম্পাদনা-সুদীপ্ত। নেপথ্য শিল্পী - উত্তম মান্না, রিতা, সিদ্ধার্থ, শ্রাবনী, বব।


No comments:

Post a Comment