Sunday 29 September 2019

বাঙালি প্রযোজক দাদা সাহেব ফালকে আইকন পুরস্কার পাচ্ছেন (অয়নজিত সেন)

বাঙালি প্রযোজক হিসেবে বলিউডে এই প্রথম একটি হিন্দি শর্ট ফিল্ম - "দয়ারা"- সেরা হিন্দি শর্ট ফিল্মের জন্য এবং সিনেমা ও বিনোদনের ভূমিকার জন্য দাদা সাহেব ফালকে আইকন পুরষ্কার পেতে চলেছেন । আগামী ৬ ই অক্টোবর এই পুরষ্কারটি মুম্বাইয়ের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং কয়েকটি নামী বেসরকারী সংস্থা আয়োজন করছে। এই বিষয়ে প্রযোজক অয়ন বাবু জানান, বলিউডের এবং ভারতের কনিষ্ঠতম পরিচালক রণদীপ সরকারের প্রতি বিশেষ ভাবে ঋনী, এছাড়াও অভিনেতা-মুমতাজ সরকার এবং সাপাত্রী ঘোষের স্পেলবাউন্ড অভিনয় এবং সংগীত পরিচালক - অরিন প্রসেনজিৎ দাসকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অপর দিকে প্রচারের অংশীদারদের - সানাহ এরেম এবং অভিজিৎ পানি যারা এই ক্ষেত্রে অনিবার্য ভূমিকা পালন করেছিলেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানান। সঞ্জয় মোহন্ত সহ পুরো ক্রুদের প্রত্যেককে এবং যারা পোস্টারগুলি ডিজাইন করেছিলেন তাদের সবাইর প্রতি তিনি কৃতজ্ঞ। " দায়রা" জিও গুরু অ্যাপ্লিকেশন এই শর্ট ফিল্মটি দেখানো হচ্ছে।

No comments:

Post a Comment